এইসব স্ত্রী লোকের সংস্পর্শ কেউ কিছু নিন্দার ত ননে করেই না, বরং ব্যভিচার নিবারণের একটা সুপথ হিসাবে দেখে। এই প্রথা শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষের আরও অনেক জায়গায় চলতি আছে। এমন কি গণিকারা কতকগুলি সুবিধাও পায়। প্রত্যেক সহরে একটি বিশেষ পাড়ায় তাদের থাকবার জায়গা দেওয়া হয়।


Reviews
There are no reviews yet.