
সর্বগ্রাসী ও কর্তৃত্ববাদী পন্থা হিসেবে ইসলামকে মানুষ (ভুল) বুঝেছে। যখনই ইসলাম কোথাও এসেছে, তাকে দেখা হয়েছে ভিন্ন পরিচয়, পছন্দ ও ধর্মের ওপর নিপীড়নের পন্থা হিসেবে। অথচ ইসলামের আগমনে— এমন একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করা উচিত ছিল, যেখানে সবাই স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারে।
ন্যায়, সাম্য, ভালোবাসা ও দয়ার মতো সার্বজনীন নীতিতেই ইসলামের মূল বার্তা নিহিত। কোরআন মোতাবেক ধর্মে কোনো বাধা-বাধ্যকতা নেই। এ আঙ্গিকে ধর্মের অর্থ বিশ্বদর্শন ও জীবনধারা।
কাউকে কোনো মত কিংবা জীবনধারা মেনে নিতে জোর করা যাবে না, আমি কোরআন থেকে তাই বুঝেছি। এমনকি ইসলামে নারীদের মাথায় কাপড় দিতে বাধ্য করা নিষেধ।…