ইসলামকে নতুনভাবে দেখতে চায় গেজি যুবারা: ইহসান এলিয়াচক

সর্বগ্রাসী ও কর্তৃত্ববাদী পন্থা হিসেবে ইসলামকে মানুষ (ভুল) বুঝেছে। যখনই ইসলাম কোথাও এসেছে, তাকে দেখা হয়েছে ভিন্ন পরিচয়, পছন্দ ও ধর্মের ওপর নিপীড়নের পন্থা হিসেবে। অথচ ইসলামের আগমনে এমন একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করা উচিত ছিল, যেখানে সবাই স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারে। 

ন্যায়, সাম্য, ভালোবাসা ও দয়ার মতো সার্বজনীন নীতিতেই ইসলামের মূল বার্তা নিহিত। কোরআন মোতাবেক ধর্মে কোনো বাধা-বাধ্যকতা নেই। এ আঙ্গিকে ধর্মের অর্থ বিশ্বদর্শন ও জীবনধারা। 

কাউকে কোনো মত কিংবা জীবনধারা মেনে নিতে জোর করা যাবে না, আমি কোরআন থেকে তাই বুঝেছি। এমনকি ইসলামে নারীদের মাথায় কাপড় দিতে বাধ্য করা নিষেধ।… 

save
Please login to bookmark Close
Scroll to Top

Explore Categorys

Explore pages