সাকিনা

গি দেবখ (Guy Debord) সোসাইটি অব দ্যা স্পেক্টাকল  প্রকাশ করেছিলেন ১৯৬৭ সালের নভেম্বর মাসে। রাজনীতি এবং গোটা সামাজিক জীবনেরই একটা স্পেক্টাকুলার ফ্যান্টাসমাগোরিয়ায়  রূপান্তরিত হয়ে যাওয়ার ঘটনাটা তখনো আজকের দিনের মতো এতোটা প্রকট ভাবে দৃশ্যমান হয় নাই। সুতরাং,  দেবখের স্পষ্ট নির্দয় বিচার যে কতোটা অসাধারণ ছিল, আজকে আমরা তা হাড়ে হাড়ে টের পাচ্ছি।     

পণ্যকে ফ্যাটিশ হিসাবে বিচার বিশ্লেষণ করার মার্ক্সীয় পদ্ধতিটি যেসময় প্রায় ব্রাত্য হয়ে গেছিল, দেবখ তখন কেবল তা ব্যবহারই করেন নাই, বরং এই পদ্ধতির আরো  র‍্যাডিকালাইজেশন ঘটিয়েছেন। দাবি করেছেন যে, পুঁজিবাদের সর্বশেষ রূপটি হলো  অগণিত স্পেক্টাকলের এক প্রকাণ্ড  পুঞ্জীভবন, যার মধ্যে মানুষের প্রাত্যহিক জীবনের সবকিছুকেই বিচ্ছিন্ন করা হয়েছে একটা রিপ্রেজেন্টেশন রূপে। স্পেক্টাকল মানে ঠিক ছবির দুনিয়া নয়, অথবা আজকের দিনে আমরা যাকে মিডিয়া  নামে ডাকি, ঠিক তাও নয়……   


save
Please login to bookmark Close

Leave a Comment

Scroll to Top

Explore Categorys

Explore pages