সর্বগ্রাসী ও কর্তৃত্ববাদী পন্থা হিসেবে ইসলামকে মানুষ (ভুল) বুঝেছে। যখনই ইসলাম কোথাও এসেছে, তাকে...
Read Moreলেখা পাঠান
অনলাইন প্রকাশনায় লেখা আহ্বান: তত্ত্ব, তথ্য, অনুবাদ ও রাজনৈতিক অর্থনীতি বিশ্লেষণের জগতে আপনাকেও আমন্ত্রণ
আমরা এমন এক সময়ে বসবাস করছি, যেখানে প্রতিনিয়ত তথ্যের বিস্ফোরণ ঘটছে, আর চিন্তার গভীরতা হারিয়ে যাচ্ছে চটকদার উপস্থাপনায়। এই প্রেক্ষাপটে সত্য, যুক্তি এবং মননের জায়গা ধরে রাখার প্রয়াসে আমাদের অনলাইন ম্যাগাজিনটি কাজ করবে—একটি চিন্তাশীল পাঠকসমাজ গড়ে তুলতে।
এই প্রয়াসকে আরও বিস্তৃত করতে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের, যাঁরা লেখেন–ভাবেন–এবং জটিল বিষয়কে সহজভাবে তুলে ধরার ক্ষমতা রাখেন। আমাদের ম্যাগাজিনে আমরা খুঁজছি এমন লেখাগুলো যাতে থাকবে তত্ত্বের বিশ্লেষণ, তথ্যনির্ভর গবেষণা, সমসাময়িক বিষয় নিয়ে প্রবন্ধ, বিশ্বসাহিত্য বা সমসাময়িক পাঠ অনুবাদ, এবং সাহিত্য, সিনেমা, সংগীত কিংবা সামাজিক বাস্তবতা নিয়ে মতামত। গল্পকার, ঔপন্যাসিক ও নাট্যকার উইলিয়াম সমারসেট মম বলেছেন, “কবিদের সম্মানে গল্পকারেরা রাস্তা ছেড়ে দাঁড়াবে।” ফলে সম্পাদনা পর্ষদ কবিদের সম্মানে মৌলিক কোনো কবিতা গ্রহণ করছে না, কিন্তু অনূদিত কবিতা পাঠানো যাবে।
আমাদের বিশ্বাস, লেখার মাধ্যমে সমাজে আলোচনার নতুন পরিসর তৈরি করা যায়। বিশ্লেষণী লেখা পাঠকদের ভাবতে শেখায়, অনুবাদ বিশ্বকে আরও কাছ থেকে দেখতে ও ভাবতে সাহায্য করে, আর তথ্য ও তত্ত্ব ভিত্তিক প্রবন্ধ আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত মজবুত করে।
লেখা পাঠাতে পারেন নিম্নোক্ত বিভাগে:
• তাত্ত্বিক বা চিন্তাশীল প্রবন্ধ
• ইতিহাস, সমাজ, প্রযুক্তি বা সংস্কৃতি নিয়ে বিশ্লেষণ
• গুরুত্বপূর্ণ পাঠ ও প্রবন্ধের অনুবাদ
• সাহিত্য, চলচ্চিত্র, থিয়েটার, বা রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে পর্যালোচনা
আপনার লেখা অবশ্যই মৌলিক হতে হবে এবং নির্ভরযোগ্য তথ্যসূত্রের ভিত্তিতে রচিত হওয়া বাঞ্ছনীয়। অনুবাদের ক্ষেত্রে মূল লেখকের নাম ও উৎস সঠিকভাবে উল্লেখ করা আবশ্যক।
আমাদের প্ল্যাটফর্ম লেখকদের জন্য একটি মুক্ত পরিসর—যেখানে মতপ্রকাশের স্বাধীনতা এবং গঠনমূলক আলোচনা সাদরে গ্রহণযোগ্য। আপনি যদি ভাবেন, আপনার লেখার মাধ্যমে চিন্তাভাবনার নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব, তবে আর দেরি না করে আজই যুক্ত হোন আমাদের সঙ্গে।
লেখা পাঠানোর ঠিকানা: editor.dhakazine@gmail.com
শেষ সময়: শেষ সময় বলতে কিছুই নেই, আপনার যখন সময় হবে তখনই পাঠাবেন।
বি.দ্র.: লেখা নির্বাচিত হওয়ার পর থেকে সম্পাদনার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সম্পাদকের গঠনমূলক মতামতকে লেখক/লেখকদ্বয়ের সম্মান জানানো ও সময় দিয়ে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। লেখা প্রকাশ হওয়ার তিন মাসের মধ্যে এককালীন সম্মানি প্রদান করা হবে। আশা করা যায়, যা দিয়ে ‘নর্থ এন্ডে’ এক সন্ধ্যা একজন (তবে প্রেমিক/ প্রেমিকা বা স্বামী/স্ত্রী যাওয়া-আসার রিকশা ভাড়া দিয়ে দিলে দুইজন) কফি পান করতে পারবেন।
ঢাকাজিন কি ও কেনো?

ঢাকাজিন সম্পর্কে
ঢাকাজিন বহুমত ও পথের জন্য উন্মুক্ত অনলাইন প্রকাশনা, যার মূল লক্ষ্য জ্ঞানের গভীরে পৌঁছানো ও চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করা। দর্শনের জটিল তত্ত্ব, ইতিহাসের অলিখিত অধ্যায়, সমাজ-সংস্কৃতি-রাজনীতি বিষয়ক প্রাসঙ্গিক প্রবন্ধ এবং বিশ্বের উৎকৃষ্ট রচনাসমূহের অনুবাদকে আমরা সহজবোধ্য ও শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করছি।

Mobile Development
Nulla porttitor accumsan tinci dunt. Pellentesque in ipsum id orci porta dapibus. Lorem ips um dolor sit amet, consectet ur adipiscing elit.

আগ্রহ
ঢাকাজিন পাঠককে জ্ঞানান্বেষণে উৎসাহিত করে, সমালোচনামূলক চিন্তার দক্ষতা বিকাশে সহায়তা করে এবং বাংলা ভাষায় গুণগত বুদ্ধিবৃত্তিক চর্চার একটি প্রাণবন্ত আঙিনা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সূক্ষ্ম বিশ্লেষণ, নান্দনিক উপস্থাপনা ও সৃজনশীল প্রকাশের মাধ্যমে আমরা বাংলাভাষী পাঠকদের জন্য একটি বিশ্বস্ত জ্ঞানভান্ডার তৈরির চেষ্টা করছি।

Front-End Development
Nulla porttitor accumsan tinci dunt. Pellentesque in ipsum id orci porta dapibus. Lorem ips um dolor sit amet, consectet ur adipiscing elit.

সম্পাদনা
প্রতিটি লেখার বিষয়বস্তু, তথ্যের নির্ভুলতা, ভাষার শৈলী ও মৌলিকত্বের জন্য কঠোর সম্পাদনা নিশ্চিত করাও ঢাকাজিনের লক্ষ্য। বিষয়গত বিশেষজ্ঞ সম্পাদনা পর্ষদ গঠন এবং ইতিহাস ও তথ্যনির্ভর লেখার জন্য নির্ভরযোগ্য ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া চালু করেছে ঢাকাজিন। এতদ্ সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত বানান ভুল, লেখার কোনো লাইন পাঠকের কাছে অসম্পাদিত মনে হলে তৎক্ষণাৎ ঢাকাজিনকে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

Back-End Development
Nulla porttitor accumsan tinci dunt. Pellentesque in ipsum id orci porta dapibus. Lorem ips um dolor sit amet, consectet ur adipiscing elit.

ভবিষ্যৎ পরিকল্পনা
বাংলাদেশের বিদ্যায়তনিক কে প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্য জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ঢাকাজিনের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যা বিভিন্ন সময়ে পাঠক ও শুভানুধ্যায়ীদের সাথে শেয়ার করা হবে।

Product/UX Design
Nulla porttitor accumsan tinci dunt. Pellentesque in ipsum id orci porta dapibus. Lorem ips um dolor sit amet, consectet ur adipiscing elit.
Latest News & Articles
এই যুদ্ধ জেতার যুদ্ধ না: জিগমুন্ট ব্যমানের সাথে আলাপ
পূর্বাভাষ: ৯ জানুয়ারি, ২০১৭ নামজাদা পোলিশ দার্শনিক সমাজবিজ্ঞানী জিগমুন্ট ব্যমান দেহত্যাগ করেছেন। মর্ডানিটি, গ্লোবালাইজেশন,...
Read More